নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের দুটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আত্রাই থানার ওসি মনসুর রহমান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, রেলওয়ে স্টেশন সংলগ্ন ব্যাটারি, তেল এবং গ্যাস সিলিন্ডারের দুটি দোকানে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে আগুন নেভানো হয়েছে।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের ধারণা শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। এরপরেও কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সন্ত্রাসীরা এটি করেছে কি না, সেটি ক্ষতিয়ে দেখা হচ্ছে।













