চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলিনগরে একটি গোয়ালঘর থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, বৃহস্পতিবার রাতে র্যাব-৭-এর অভিযানে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৭ চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন আলিনগরের নবী মেম্বারের বাড়ির গোয়ালঘরে দেশি অস্ত্রশস্ত্র পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বৃহস্পতিবার রাতে র্যাব-৭-এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়।
অভিযানে কাপড়ে মোড়ানো অবস্থায় দুটি দোনলা শুটারগান, একটি একনলা শুটারগান, ১২টি সবুজ রঙের কার্তুজ, ১১টি দেশি ছুরি, দুটি রামদা এবং একটি বেসবল ব্যাট জব্দ করা হয়।
উদ্ধার অস্ত্র সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

















