চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনাল ৩৫ বছরের জন্য বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী। বুধবার বিকাল সোয়া ৫টার দিকে ক্যাম্পাসের মুরাদ চত্বর থেকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বামপন্থি শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন। মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে যান তারা। পরে ঢাকা-আরিচা মহাসড়কের একপাশে বিক্ষোভ সমাবেশ করেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
সমাবেশে জাহাঙ্গীরনগর ফটোগ্রাফি সোসাইটির সাধারণ সম্পাদক ফারিয়া জামান বলেন, ‘সম্প্রতি ইউনূস সরকার একটি বিজ্ঞপ্তি দিয়েছে। আপনাদের মনে হতে পারে আমরা যেকোনো বিদেশি চুক্তির বিরোধিতা করি, আসলে তা না। যেকোনো দেশের সঙ্গে চুক্তি করলে লক্ষ্য রাখতে হবে সেটা আমাদের কতটা উপকার করছে। আর এই যে চুক্তিটা যেটা ৩০ বছর মেয়াদে হয়েছে। এটার সব তথ্য সবাইকে জানানো উচিত।’
তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমাদের এমন গুরুত্বপূর্ণ একটা বন্দর বিদেশের হাতে তুলে দেওয়ায় দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। দেশের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। সে জায়গায় আমরা অনেক দুশ্চিন্তায় বোধ করছি। কারণ আমরা চুক্তির বিস্তারিত জানি না।’
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সংগঠক সজীব আহমেদ জেনিচ বলেন, ‘বন্দর আমাদের সম্পদ। নিজস্ব সম্পদ পরিচালনা করার সক্ষমতা আমাদের আছে। তাহলে কেন বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেবো? অসম চুক্তির মাধ্যমে বিদেশি শক্তির হাতে বন্দর তুলে দিয়ে বন্দরকে লুটেপুটে খেতে দেবো না।কোথায় ডাকসু, কোথায় জাকসু, আজকে জাতীয় সম্পদ নিয়ে তাদের মুখে একটা কথাও আমরা শুনি না। তারা শুধু মিষ্টি বিতরণ করে উৎসব আমেজের মধ্যে আছে।’













