Swadhin News Logo
রবিবার , ২৩ নভেম্বর ২০২৫ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

রাজশাহীতে ৫ ঘণ্টা অবরোধে ট্রেনের সিডিউল বিপর্যয়, যাত্রীদের দুর্ভোগ

প্রতিবেদক
Nirob
নভেম্বর ২৩, ২০২৫ ১০:৩০ অপরাহ্ণ
রাজশাহীতে ৫ ঘণ্টা অবরোধে ট্রেনের সিডিউল বিপর্যয়, যাত্রীদের দুর্ভোগ

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ করেছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (২৩ নভেম্বর) বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজার রেললাইন অবরোধ করেন তারা। পরে রাত ৮টায় অবরোধ তুলে নেওয়া হয়েছে। সাড়ে পাঁচ ঘণ্টা অবরোধ কর্মসূচির কারণে ছয়টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। এতে ট্রেনের সিডিউল বিপর্যয় হয়েছে। হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

শিক্ষার্থীরা জানান, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ও পুলিশ কর্তৃক সাধারণ শিক্ষার্থীর ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা। খবর পেয়ে বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে আসেন পশ্চিমাঞ্চল রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। কিন্তু তারা রেললাইন থেকে সরতে চাননি। 

পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং কর্মকর্তা আহসানুল্লাহ ভূঁইয়া বলেন, ‘রাজশাহী রেলওয়ে স্টেশনে তিনটি ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা আরও তিনটি মোট ছয়টি ট্রেন বিভিন্ন স্থানে আটকা পড়েছে। এতে কয়েক হাজার যাত্রী ঘণ্টার ঘণ্টা ভোগান্তিতে পড়েছেন।’

আন্দোলনরত শিক্ষার্থী মাহবুব আলম বলেন, ‘আমরা এর আগে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করেছি। কিন্তু কোনও কাজ হয়নি। বাধ্য হয়ে শনিবার এবং রবিবার রেলপথ অবরোধ করেছি।’

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী-খুলনার মধ্যে চলাচল করা কপোতাক্ষ এক্সপ্রেস, রাজশাহী-ফরিদপুরের মধ্যে চলাচল করা টুঙ্গিপাড়া এক্সপ্রেস, রাজশাহী-ঢাকার মধ্যে চলাচল করা পদ্মা এক্সপ্রেস ট্রেন বিকাল থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে ছিল। এসব ট্রেনের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। এ ছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস, খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাড়ি এক্সপ্রেস, বাংলাবান্ধা এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। অপরদিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে যাত্রীদের প্ল্যাটফর্মে এবং ট্রেনের সিটে বসে অলস সময় কাটাতে দেখা গেছে। 

যাত্রীরা জানান, ট্রেন ছাড়ার নির্ধারিত সময় পার হলেও ট্রেন ছাড়েনি। ট্রেন না ছাড়ার কারণে বসে থাকতে হচ্ছে আমাদের। রেলওয়ে কর্তৃপক্ষ সঠিকভাবে জানাতে পারছে না কখন ট্রেন ছাড়বে। অনেকে টিকিট ফেরত দিয়ে টাকা নিয়ে বাসে বিভিন্ন গন্তব্যে যাত্রা করেছেন। এটি ভোগান্তি ছাড়া কিছুই নয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং কর্মকর্তা আহসানুল্লাহ ভূঁইয়া বলেন, ‘আমরা এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। বিকাল থেকে বিভিন্ন স্টেশনে ছয়টি ট্রেন আটকা পড়েছে। অনেকে কাউন্টার থেকে টিকিটের টাকা ফেরত নিচ্ছেন। রাত ৮টায় অবরোধ তুলে নিয়ে চলাচল স্বাভাবিক হয়। তবে ট্রেনের সিডিউল বিপর্যয় হয়েছে। অবরোধের কারণে দুই দিন মিলে কোনোভাবেই ট্রেনের সিডিউল মেলানো যাবে না।’ 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনোমি অ্যান্ড অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী আনিকা তাবাসসুম বলেন, ‘আমাদের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল ১৯ সেপ্টেম্বর। কিন্তু লিখিত পরীক্ষার জন্য মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে। যা একদম অযৌক্তিক। ছাত্রশিবির, এনসিপি, ছাত্রদলসহ অন্যান্য ছাত্রসংগঠন আমাদের দাবিকে সমর্থন জানিয়েছে। তাহলে কেন আমাদের যৌক্তিক সময় দেওয়া হচ্ছে না।’

এর আগে শনিবার একই দাবিতে ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ করেছিলেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিন বিকাল পৌনে ৪টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজার রেললাইন অবরোধ করেন তারা। রাত ১০ টা ২২ মিনিটে রাবির ভিসি অধ্যাপক সালেহ হাসান নকীব ও পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম ফরিদ আহমেদের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
দেশের স্বার্থ সবার উপরে, কোনও স্থায়ী বন্ধু বা শত্রু নেই: রাজনাথ সিং

দেশের স্বার্থ সবার উপরে, কোনও স্থায়ী বন্ধু বা শত্রু নেই: রাজনাথ সিং

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও ক্ষতিকর রঙ ব্যবহার, জরিমানা ৫ লাখ

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও ক্ষতিকর রঙ ব্যবহার, জরিমানা ৫ লাখ

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬০ দশমিক ৭১ শতাংশ

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬০ দশমিক ৭১ শতাংশ

‘অন্তর্বর্তীকালীন সরকারের কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাদেরও বিচার হবে’ 

‘অন্তর্বর্তীকালীন সরকারের কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাদেরও বিচার হবে’ 

বিক্ষোভ-সহিংসতায় আবারও উত্তাল জর্জিয়া

বিক্ষোভ-সহিংসতায় আবারও উত্তাল জর্জিয়া

সেনাবাহিনীকে সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী গড়ার প্রতিশ্রুতি সেনাপ্রধানের

সেনাবাহিনীকে সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী গড়ার প্রতিশ্রুতি সেনাপ্রধানের

বিদ্যুতের ফাঁদে আটকে বুনোহাতির মৃত্যু

বিদ্যুতের ফাঁদে আটকে বুনোহাতির মৃত্যু

সেনারা গ্রেটাকে ইসরায়েলি পতাকায় জোরপূর্বক চুম্বন করতে বাধ্য করলো: তুরস্কের সাংবাদিক

সেনারা গ্রেটাকে ইসরায়েলি পতাকায় জোরপূর্বক চুম্বন করতে বাধ্য করলো: তুরস্কের সাংবাদিক

গৌরীপুরে বিএনপি প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ

গৌরীপুরে বিএনপি প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ

লালমনিরহাট-রংপুরে প্লাবন পরিস্থিতির কিছুটা উন্নতি

লালমনিরহাট-রংপুরে প্লাবন পরিস্থিতির কিছুটা উন্নতি