ফেনীতে পুলিশের গ্রেফতার অভিযানের সময় আতঙ্কে অসুস্থ হয়ে নুর হোসেন বাবু (৫৪) নামে এক আসামি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম ও সদর সার্কেল নিশাত তাবাসসুমসহ কর্মকর্তারা হাসপাতালে যান।
জানা গেছে, পারিবারিক বিরোধের মামলায় রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুরের বাড়িতে পুলিশ গ্রেফতার করতে গেলে অসুস্থ হয়ে পড়েন নুর। পরে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল।’
অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, ‘মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত জরুরি এবং পরিবার অভিযোগ দিলে তাতে আইনগত বাধা নেই। এ ঘটনায় এখনও পরিবারের পক্ষ থেকে কোনও মামলা হয়নি।’
















