Swadhin News Logo
শুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

কামড় খেয়ে জীবিত রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

প্রতিবেদক
Nirob
নভেম্বর ২৮, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ
কামড় খেয়ে জীবিত রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর চর এলাকায় ধানের ক্ষেতে কাজ করার সময় হেলাল বিশ্বাস নামের এক কৃষককে সাপে কামড় দেয়। এরপর তিনি জীবিত অবস্থায় সেই সাপটিকে ধরে হাসপাতালে গিয়ে হাজির হন।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর পদ্মা নদীর চরে এ ঘটনা ঘটে। কৃষক হেলাল বিশ্বাস শাহামিরপুর গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে।

জানা গেছে, সকালে পদ্মা নদীর চরে ধানের ক্ষেতে কাজ করতে গেলে কৃষক হেলাল বিশ্বাস তার পায়ে কিছু একটা কামড়ের অনুভব করেন। পরে পায়ের নিচে দেখতে পান বিষধর রাসেলস ভাইপার সাপ। পরে সাপের কামড় খাওয়া ওই কৃষকের সাথে অন্য সব কৃষক মিলে সাপটি ধরে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে রওনা হয়। বর্তমানে তিনি পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে সাপে কাটা ওই রোগীর চাচাতো ভাই বাদশা বিশ্বাস বলেন, আমরা খবর পাই, পদ্মা নদীর চরে ধানের ক্ষেতে কাজ করতে গিয়ে আমার চাচাতো ভাই হেলাল বিশ্বাসকে সাপে কামড় দেয়। দ্রুত তাকে উদ্ধার করে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপসহ নিয়ে আসি। বর্তমানে তিনি পাংশা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবাদত হোসেন বলেন, হাসপাতালে একজন সাপে কাটা রোগী সাপ নিয়ে এসেছেন। তার চিকিৎসা চলমান রয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত। তবে সাপটি রাসেলস ভাইপার।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত