
পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে পাশে থাকবেন সাবেক পিসিবি চেয়্যারম্যান
বাংলাদেশ নিরাপত্তা শঙ্কায় ২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপে ভারত ভেন্যুতে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। সাবেক পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি মনে করেন, পাকিস্তানও যদি এই বিশ্বকাপ বয়কট করে, সেটি ন্যায্য ও শক্তিশালী অবস্থান হবে। তিনি আইসিসির ভারতের প্রতি পক্ষপাতিতার বিষয়টিকেও সমালোচনা করেছেন।
খেলা
ক্রীড়া ডেস্ক 2026-01-24
বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানও ২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে বলে মনে করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। তিনি মনে করেন, নিরাপত্তা সংক্রান্ত কারণে ভারতে না খেলার সিদ্ধান্তে অটল থেকে বাংলাদেশ সঠিক অবস্থান নিয়েছে।
নিরাপত্তাশঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের ভেন্যুতে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করেছিল। তবে আইসিসি এই অনুরোধ মেনে নেনি। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার জানায়, বাংলাদেশ যদি বিশ্বকাপ বয়কট করে, পাকিস্তানও বয়কট করতে পারে। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ ইতিমধ্যেই বলেছেন, পাকিস্তানকে বিশ্বকাপ বয়কট করা উচিত। তবে পিসিবির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
পাকিস্তান ক্রিকেট দল। ছবি: সংগৃহীত
সাবেক পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি আগেভাগেই জানিয়েছেন, পিসিবি সভাপতি মহসিন নাকভির নেতৃত্বে বোর্ড যদি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয়, তিনি তার পক্ষে থাকবেন। সংবাদমাধ্যম টেলিকম এশিয়া স্পোর্টকে তিনি বলেন, “বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ একটি ন্যায্য ও শক্তিশালী অবস্থান নিয়েছে। এটি কঠিন সিদ্ধান্ত হবে, তবে আমি এর পক্ষে থাকব। মহসিন নাকভি সব দিক ভালোভাবে বোঝেন, তার সিদ্ধান্তই সঠিক হবে এবং সেটিতে অটল থাকা উচিত।”
নাজাম শেঠি আইসিসির সমালোচনা করে বলেন, বড় বড় সিদ্ধান্তে সংস্থাটি ধারাবাহিকভাবে ভারতের পক্ষ নিচ্ছে। তিনি বলেন, “প্রতিটি ইস্যুতে ভারতের পক্ষ নেওয়া বন্ধ করা উচিত। অন্যান্য দেশগুলোর এখনই একত্রে দাঁড়ানো দরকার। একবার এটি ঘটলে আইসিসি বুঝতে পারবে, এটি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।”
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের আবেদন আরও গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত ছিল। “বিসিবির একটি বৈধ কারণ ছিল। সেখানে উত্তেজনা ও হুমকির বিষয় আছে। কিন্তু আইসিসি বিষয়টিকে গুরুত্ব দেয়নি। ভারতের প্রতি পক্ষপাত ছিল, সিদ্ধান্তও ভারতের পছন্দ অনুযায়ী এসেছে।”
২০২৬ সালের টি–টুয়েন্টি বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এবার বিশ্বকাপের আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা।
বাংলাদেশ জার্নাল/এনএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();














