Swadhin News Logo
সোমবার , ৭ জুলাই ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বই থেকে
  14. বিচিত্র নিউজ
  15. বিজনেস

যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির নিন্দা জানালো ব্রিক্স সদস্যরা, তবে ট্রাম্পের নাম উল্লেখ করেনি কেউ

প্রতিবেদক
Nirob
জুলাই ৭, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির নিন্দা জানালো ব্রিক্স সদস্যরা, তবে ট্রাম্পের নাম উল্লেখ করেনি কেউ

যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির নিন্দা জানালো ব্রিক্স সদস্যরা, তবে ট্রাম্পের নাম উল্লেখ করেনি কেউ

ব্রিক্স নেতারা স্থানীয় সময় রোববার (৬ জুলাই) এক শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অবিবেচনাপূর্ণ’ আমদানি শুল্ক নীতির সমালোচনা করেছেন। ব্রিক্স জোটের সদস্যরা অনেক বিষয়ে বিভক্ত হলেও ট্রাম্পের অস্থির শুল্ক নীতির বিরুদ্ধে একমত হয়েছে—যদিও তারা সরাসরি নাম উল্লেখ করেনি ট্রাম্পের।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাসহ এই ১১টি উদীয়মান অর্থনীতির দেশ বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক এবং বৈশ্বিক জিডিপির ৪০% প্রতিনিধিত্ব করে।

শীর্ষ সম্মেলনের যৌথ বিবৃতিতে ব্রিক্স সদস্যরা ‘একতরফা শুল্ক বৃদ্ধির তীব্র সমালোচনা’ করে বলেছে যে, এ নীতি বিশ্ব অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে।

তারা ইরানের প্রতি সমর্থনও জানিয়েছে এবং একই সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দেশটিতে পারমাণবিক ও অন্যান্য স্থাপনায় সামরিক হামলার নিন্দা করেছে। গত এপ্রিলে, ট্রাম্প বাজার অস্থিরতার মুখে শুল্ক স্থগিত করলেও আগস্টের ১ তারিখের মধ্যে চুক্তি না হলে একতরফা শুল্ক দেয়ার হুমকি দিয়েছেন।

যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ না করে ব্রিক্স বিবৃতিতে কৌশলগত নমনীয়তা দেখানো হয়েছে। দুই দশক আগে দ্রুত বর্ধনশীল অর্থনীতির ফোরাম হিসেবে প্রতিষ্ঠিত ‘ব্রিক্স’ এখন চীনের নেতৃত্বে পশ্চিমা শক্তির ভারসাম্য হিসেবে আবির্ভূত হয়েছে।

তবে ইরান, সৌদি আরবসহ নতুন সদস্য যুক্ত হওয়ায় গাজা যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের আধিপত্য চ্যালেঞ্জ করা নিয়ে ঐকমত্য তৈরি করা কঠিন হয়ে পড়েছে।

ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের শান্তিপূর্ণ দুই রাষ্ট্রীয় সমাধানের আহ্বান জানানো হয়েছে—যদিও তেহরানের দীর্ঘদিনের অবস্থান হলো ইসরায়েলের ধ্বংস।

সূত্র: আরব নিউজ।

/এআই

সর্বশেষ - আন্তর্জাতিক