চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২২ জন। সোমবার (৭ জুলাই) সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত ২২ জনের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬ জন, বিআইটিআইডি হাসপাতালে ১ জন, ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ২ জন, উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন এবং বেসরকারি হাসপাতালগুলোতে ৮ ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।’
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর ৫২৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন দুই জন। চলতি জুলাই মাসে আক্রান্ত হন ৮৩ জন। চলতি বছর আক্রান্তদের মধ্যে ২৩৪ জন নগরীর এবং ২৯৪ জন জেলার বাসিন্দা। এ ছাড়াও আক্রান্তদের মধ্যে ২৯৭ জন পুরুষ, ১৪৩ জন নারী এবং ৮৮ জন শিশু রয়েছে।
২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৪ হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ১০৭ জন। ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৫ হাজার ৪৪৫ জন এবং মারা যান ৪১ জন।