Swadhin News Logo
বৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বরগুনায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি, আরও একজনের মৃত্যু

প্রতিবেদক
Nirob
জুলাই ১০, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ
বরগুনায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি, আরও একজনের মৃত্যু

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গিয়াস উদ্দিন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জন, হাসপাতালে নতুন ভর্তি ৪৩।

মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাতে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসারত অবস্থায় মারা যান। মৃত গিয়াস উদ্দিন বরগুনার পাথরঘাটা পৌরসভার  ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

বরগুনা জেলায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। চলতি বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৩ জন। এখনও থামছে না ভয়াবহতা। বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থাকলেও প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার করা হচ্ছে বরিশালে। তারপরও এখানে যারা থেকে চিকিৎসা নিচ্ছেন তারা ব্যবস্থাপত্রে স্বাক্ষর করে থাকছেন।

বুধবার (৯ জুলাই) বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩৩ জন। জেলার বিভিন্ন হাসপাতালে আরও ভর্তি রয়েছেন ১০ জন। এর মধ্যে, বামনা ২, তালতলী ৩, এবং পাথরঘাটায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৮১ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ৬৫১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৪৬৮ জন। এছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৬ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ২৭ জন। এ নিয়ে বরগুনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৩ জন।

বরগুনা সিভিল সার্জন ডা. মুহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসাসেবা জোরদারে কাজ চলছে। বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, মাইকিং ও পরিচ্ছন্নতা অভিযান চলছে। 

সর্বশেষ - আন্তর্জাতিক