বরগুনার বেতাগীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. হাসিব খান (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি না হতে পরিবারকে আত্মহত্যার হুমকি দেয়।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। হাসিব খান বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কামাল খানের ছেলে।
শুক্রবার (১১ জুলাই ) বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৪৫ জন। জেলার বিভিন্ন হাসপাতালে আরও ভর্তি রয়েছেন ২৩ জন। এর মধ্যে বামনা ৪, তালতলী ৬, এবং পাথরঘাটায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৮১ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ৭৮৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৬১৩ জন। এ ছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৬ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ২৮ জন। এ নিয়ে বরগুনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৪ জন।
হাসিবের বাবা কামাল খান জানান, গত ৪ জুলাই ছেলের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। তখন হাসপাতালে ভর্তি করাতে চাইলে হাসিব রাজি হয়নি। তাকে হাসপাতালে ভর্তি করালে সে আত্মহত্যা করবে বলে হুমকি দেয়। এজন্য বাধ্য হয়ে বাড়িতে রেখেই চিকিৎসা চালাতে থাকেন।
এ সময় তিনি আরও বলেন, ‘বুধবার সকালে হাসিবের শারীরিক অবস্থার অবনতি হলে আমরা দ্রুত তাকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।’