Swadhin News Logo
শনিবার , ১২ জুলাই ২০২৫ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বই থেকে
  14. বিচিত্র নিউজ
  15. বিজনেস

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ, আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

প্রতিবেদক
Nirob
জুলাই ১২, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ
ব্যবসায়ী হত্যার প্রতিবাদে পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ, আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

শরীয়তপুর করেসপনডেন্ট:

সারাদেশে চাঁদাবাজি ও মব জাস্টিস করে ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন সংগঠনের সদস্যরা।

আজ শনিবার (১২ জুলাই) বিকেলে প্রায় ৩০ মিনিট ধরে এ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় যুব শক্তি ও শরীয়তপুরের সাধারণ জনগণ। এতে এই রুটে সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশি হস্তক্ষেপে যান চলাচল শুরু হয়।

মানববন্ধনে বক্তারা জানান, চাঁদা না দেয়ার কারণে সম্প্রতি রাজধানী ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে মধ্যযুগীয় কায়দায় পাথর মেরে হত্যার অভিযোগ উঠেছে যুবদলের কর্মীদের বিরুদ্ধে। এছাড়াও যুবদল নেতা কর্তৃক যাত্রাবাড়ী এলাকায় শরীয়তপুর সুপার সার্ভিস নামক পরিবহন থেকে ৫ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। সারাদেশজুড়ে মব জাস্টিসের বিরুদ্ধেও এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভে অংশ নেয়া ছাত্র ও জনতা চাঁদাবাজ ও মব জাস্টিসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুরের আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, আজকের ব্লকেড বা অবরোধ ছিল একটি ট্রেইলার মাত্র। যদি ২৪ ঘণ্টার মধ্যে চাঁদাবাজ ও মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকারীদের আইনের আওতায় আনা না হয়, তাহলে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে। সাধারণ জনগণ যদি শান্তিতে না থাকে, তাহলে আমরাও কাউকে শান্তিতে থাকতে দেবো না।

এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, সম্প্রতি মিটফোর্ড এলাকার হত্যাকাণ্ডের প্রতিবাদ ও পদ্মা সেতুর ভাঙনকবলিত এলাকায় স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে আন্দোলনকারীরা। খবর পাওয়ামাত্র আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি। তারাও আমাদের কথা শুনে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেছে।

/এসআইএন

সর্বশেষ - আন্তর্জাতিক