Swadhin News Logo
রবিবার , ১৩ জুলাই ২০২৫ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বই থেকে
  14. বিচিত্র নিউজ
  15. বিজনেস

পানি নামছে, ঘরে ফিরে নতুন সংকটে ফেনীর বন্যাদুর্গতরা

প্রতিবেদক
Nirob
জুলাই ১৩, ২০২৫ ৮:০১ পূর্বাহ্ণ
পানি নামছে, ঘরে ফিরে নতুন সংকটে ফেনীর বন্যাদুর্গতরা

বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করলেও ঘরে ফিরে নতুন সংকটে পড়েছেন ফেনীর দুর্গত মানুষজন। কর্দমাক্ত ঘরবাড়ি, ভাঙাচোরা আসবাবপত্র আর পঁচে যাওয়া খাদ্যসামগ্রী নিয়ে শুরু হয়েছে বেঁচে থাকার নতুন লড়াই।

সোমবার (৮ জুলাই) থেকে টানা বৃষ্টি এবং ভারতের ত্রিপুরা সীমান্ত হয়ে আসা পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। এতে ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এই বন্যায় ফেনী জেলায় কমপক্ষে দেড় লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েন এবং ৫ হাজারের বেশি ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হয়েছে ফসল, সড়ক, সেতু ও শিক্ষাপ্রতিষ্ঠানের।

ফুলগাজী বাজারের শ্রীপুর সড়কে নদীগর্ভে বিলীন হয়েছে অন্তত ১৫টি দোকান। দোকান হারানো ব্যবসায়ীরা এখনও নদীপাড়ে দাঁড়িয়ে খুঁজে ফিরছেন তাদের জীবিকার স্থান। স্থানীয় ব্যবসায়ী মো. আবদুল গফুর বলেন, ‘একদিনে দোকান গেলো নদীতে। এত বছর বসে ছিলাম এখানে। এখন হাওয়ার মধ্যে দাঁড়িয়ে আছি। সংসারে একমাত্র আয় ছিল এটা, এখন পুরো পরিবার নিয়ে চিন্তায় আছি।’

ফুলগাজী উপজেলার গজারিয়া গ্রামের গৃহবধূ শাহিদা আক্তার বলেন, ‘পানি নেমে গেছে, কিন্তু ঘরে ঢোকা যাচ্ছে না। মাটি, কাদা, পঁচা খাবারের গন্ধে শিশুদেরও অসুস্থ লাগছে। আশ্রয়কেন্দ্রেও এখন তেমন কিছু নেই।’

বাঁধ ভেঙেছে ১৪টি স্থানে, ক্ষতিগ্রস্ত ৩০ গ্রাম

পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন বলেন, ‘মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধে অন্তত ১৪টি জায়গায় ভাঙন ধরেছে। এর ফলে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়। আমরা জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করেছি। তবে টেকসই বাঁধ ও নদী খননের কাজ দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হতে হবে।’

ত্রাণ নয়, টেকসই বাঁধ চাই

স্থানীয়রা বলছেন, বারবার এমন দুর্যোগের পুনরাবৃত্তি ঠেকাতে চাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কার্যকর তদারকি।

ফুলগাজীর সাবেক চেয়ারম্যান আমিনুল রসুল গোলাপ বলেন, ‘ফুলগাজীর মানুষ এখন ত্রাণ চায় না, তারা চায় টেকসই বেড়িবাঁধ। নদীখনন, বাঁধের মেরামত আর সঠিক তদারকি না থাকলে আমরা প্রতি বছর ডুববো– এই বাস্তবতা এখন মানতেই হবে।’

শনিবার ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার দুর্গত এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রীর ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক ই আজম। তিনি বলেন, ‘কেউ বলছেন, ত্রাণ লাগবে না, শুধু বাঁধ দিন। আমি বলছি,দুটোরই দরকার। এখন মানুষকে বাঁচাতে হবে ত্রাণ দিয়ে, পরে জীবন ও জীবিকার জন্য লাগবে টেকসই বেড়িবাঁধ।’

মানুষ ঘরে ফিরেছে, কিন্তু বিদ্যুৎ ফেরেনি

পানি নামলেও অনেক এলাকায় এখনও বিদ্যুৎ নেই, অনেকেই আশ্রয়কেন্দ্রে মানবেতর দিন পার করছেন।

বন্যাদুর্গত ফুলগাজীর আশ্রয়কেন্দ্র পরিদর্শনে গিয়ে ইউএনও ফারিয়া ইসলাম বলেন, ‘এখনও অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু হয়নি। পানি নামলেও অনেক ঘর বসবাসযোগ্য নয়। আমরা বিদ্যুৎ বিভাগ ও স্বাস্থ্য বিভাগসহ সমন্বিতভাবে কাজ করছি।’

পরশুরামের ইউএনও আরিফুল ইসলাম জানান, ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। তবে চাহিদার তুলনায় অনেক কিছুই কম পড়ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে পর্যায়ক্রমে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
একরামের স্ত্রীকে চুপ থাকতে বলেছিলেন প্রভাবশালী দুই মন্ত্রী

একরামের স্ত্রীকে চুপ থাকতে বলেছিলেন প্রভাবশালী দুই মন্ত্রী

বই আনতে গিয়ে ধর্ষণের শিকার শিক্ষার্থী, শিক্ষক কারাগারে

বই আনতে গিয়ে ধর্ষণের শিকার শিক্ষার্থী, শিক্ষক কারাগারে

মার্কিন হামলার পর যেভাবে পাল্টা প্রতিশোধ নিচ্ছে ইরান

মার্কিন হামলার পর যেভাবে পাল্টা প্রতিশোধ নিচ্ছে ইরান

মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের সুখবর দিল সৌদি আরব

মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের সুখবর দিল সৌদি আরব

‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী শেফালী জারিওয়ালা আর নেই

‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী শেফালী জারিওয়ালা আর নেই

বিয়োনস মঞ্চে স্কিম্পি অন্তর্বাস পরার সেক্সি মুভ করে … তবে সব কিছু মনে হয় না

বিয়োনস মঞ্চে স্কিম্পি অন্তর্বাস পরার সেক্সি মুভ করে … তবে সব কিছু মনে হয় না

খাগড়াছড়ির চেঙ্গী ও মাইনী নদীর পানি বাড়ছে, ডুবে গেছে বেশ কিছু সড়ক

খাগড়াছড়ির চেঙ্গী ও মাইনী নদীর পানি বাড়ছে, ডুবে গেছে বেশ কিছু সড়ক

পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

জুলাই অভ্যুত্থানে ছাত্র নিহতের মামলার আসামি মৃত দুই আওয়ামী লীগ নেতা

জুলাই অভ্যুত্থানে ছাত্র নিহতের মামলার আসামি মৃত দুই আওয়ামী লীগ নেতা

জোজো সিওয়া তার নতুন মিউজিক ভিডিওতে প্রথম ঝলক দেখে হলিউড আইকন বেটে ডেভিসে রূপান্তরিত হওয়ায় জোজো সিওয়া অচেনা দেখাচ্ছে (এবং প্রেমিক ক্রিস হিউজেস তার সমর্থন দেখানোর জন্য দ্রুত!)

জোজো সিওয়া তার নতুন মিউজিক ভিডিওতে প্রথম ঝলক দেখে হলিউড আইকন বেটে ডেভিসে রূপান্তরিত হওয়ায় জোজো সিওয়া অচেনা দেখাচ্ছে (এবং প্রেমিক ক্রিস হিউজেস তার সমর্থন দেখানোর জন্য দ্রুত!)