গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের হামলার প্রতিবাদে ময়মনসিংহে পুলিশি পাহারায় প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৫টার পর ময়মনসিংহ টাউন হল জুলাই চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। তবে প্রতিবাদ সমাবেশস্থলে ১০ থেকে ১২ জন এনসিপির নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে। আর এই সমাবেশ স্থলে অর্ধশত পুলিশের উপস্থিতি ছিল। চারদিক থেকে পুলিশ পাহারা দিয়ে সমাবেশ করার সুযোগ দেয় এনসিপি নেতাকর্মীদের।
সমাবেশে নেতা কর্মীরা অংশ না নেওয়ার প্রসঙ্গে ময়মনসিংহ জেলা জাতীয় নাগরিক কমিটির সদস্য মাহমুদুর রহমান সোহেল জানান, জেলায় যেসব কমিটি দেওয়া হয়েছে, সেগুলোতে জুলাই বিপ্লবে আন্দোলনে সামনের সারির নেতা কর্মীদের রাখা হয়নি। এ কারণে প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীরা অংশ নেয়নি।
তিনি আরও জানান, দ্রুতই উপজেলা এবং ইউনিয়ন কমিটি গঠন করা না গেলে নেতাকর্মীদের ধরে রাখা সম্ভব হবে না। জুলাই বিপ্লবে যারা সক্রিয়ভাবে অংশ নিয়েছিল যোগ্যতা অনুযায়ী তাদের পদে আনা গেলে দল শক্তিশালী হবে।