পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার একজন মাহবুবে এলাহী স্যার। যিনি পাহাড়ের মানুষকে শিক্ষার আলো পৌঁছে দিতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। পাহাড়ের মানুষকে সুশিক্ষা নিশ্চিত করণে অতীতেও দক্ষতা দেখিয়েছেন,যার কারণে বিভিন্ন সময়ে সম্মাননা ও পেয়েছেন।তিনি বর্তমানে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর কালামাইশ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
এবার তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এ রাঙামাটির কাপ্তাই উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
কাপ্তাই উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক কমিটি বিভিন্ন মান দন্ডের ভিত্তিতে শ্রেষ্ঠত্ব নির্বাচন করে থাকেন। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি এবং উপজেলা শিক্ষা অফিসার কমিটির সদস্য সচিব এর দায়িত্ব পালন করেন ।
ইতিপূর্বে ২০১৭ সালে উপজেলার প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ নিবেদিত শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। কাপ্তাই উপজেলা পর্যায়ে মো: মাহবুবে ইলাহী শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন চন্দ্র দাশ এবং সাধারণ সম্পাদক মংসুইছাইন মারমা সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।