Swadhin News Logo
সোমবার , ২৮ জুলাই ২০২৫ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

গোমতী পাড়ের অবৈধ স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে প্রশাসন

প্রতিবেদক
Nirob
জুলাই ২৮, ২০২৫ ৮:৪৬ পূর্বাহ্ণ
গোমতী পাড়ের অবৈধ স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে প্রশাসন

বাঁধের নিরাপত্তা রক্ষার্থে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোমতী পাড়ের বিভিন্ন অবৈধ স্থাপনার বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে প্রশাসন। রবিবার (২৮ জুলাই) বিকাল ও রাতে অভিযান পরিচালনা করে এসব স্থাপনার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান অভিযানে নেতৃত্ব দেন। তিনিই বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গোমতী নদীর পাড়ে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত পালপাড়া কালিমন্দির থেকে বিবির বাজার স্থলবন্দর এলাকার জায়গায় অবৈধ স্থাপনা ক্যাফে, রেস্টুরেন্ট, টং দোকান, মুদি দোকানগুলোতে অবৈধ বিদ্যুৎ সংযোগ ছিল। এসব স্থাপনার বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান জানান, আনুমানিক ১৫টি স্থাপনায় এ অভিযান পরিচালনা করা হয়। সোমবার সকাল থেকে একই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেছেন কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং আনসার সদস্যরা।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত