কুড়িগ্রাম সদরের ধরলা ব্রিজের পূর্বপাড়ে নদী তীরে সরকারি জায়গা ও ব্যয় বরাদ্দে প্রস্তাবিত ‘ডিসি পার্ক’ নির্মাণ এবং নামকরণে আইনি প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগ এনে জেলা প্রশাসকসহ (ডিসি) সাত কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (৩০ জুলাই) কুড়িগ্রাম জেলার এক বাসিন্দার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান নোটিশটি প্রেরণ করেন। ওই আইনজীবী নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
ইশরাত হাসান জানান, মামুনুর রশিদ নামে কুড়িগ্রামের একজন বাসিন্দার পক্ষে জেলার ডিসিসহ সাত কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বাকিরা হলেন- মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) প্রধান প্রকৌশলী ও রংপুর বিভাগীয় কমিশনার।
নোটিশে বলা হয়েছে, সড়ক ও জনপথ বিভাগের প্রায় ৩০ একর জমির মধ্যে ১৬ একর জমিতে ‘ডিসি পার্ক’ নির্মাণ প্রকল্প শুরু হলেও জমি হস্তান্তর বা মন্ত্রণালয়ের অনুমোদন নেই। ‘ডিসি’ নামে সরকারি জমিতে এমন প্রকল্প শুরু করা আইনি ও প্রশাসনিক অনিয়ম।
নোটিশে আরও বলা হয়েছে, প্রকল্পের নামকরণেও স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও জনমত উপেক্ষা করা হয়েছে। এতে ক্ষমতার অপব্যবহারের প্রশ্নও উঠে এসেছে।
নোটিশে পার্ক নির্মাণে সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে প্রকল্পের নামকরণে স্থানীয় জনমত, ঐতিহ্য ও সুশীল সমাজের মতামত গ্রহণ করতে বলা হয়েছে।
আইনজীবী ইশরাত হাসান বলেন, ‘সরকারি কর্মচারী হিসেবে ডিসি রাষ্ট্রের আইন ও নিয়মনীতি মেনে চলবেন। সরকারি জায়গায় সরকারি কর্মচারীর পদের নামে (ডিসি পার্ক) পার্কের নামকরণ করার কোনও আইনি ভিত্তি নেই। এটা ক্ষমতার অপব্যবহারের শামিল। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না হলে হাইকোর্টে রিট আবেদন করা হবে।’
এদিকে প্রস্তাবিত পার্কের নাম ‘ধরলা পার্ক’ কিংবা ‘ধরলা উদ্যান’ করার দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন দিয়েছেন এলাকাবাসী।
আবেদনপত্রটির একটি প্রাপ্তি স্বীকারপত্র এই প্রতিবেদকের কাছে এসেছে। আবেদনটিতে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবী স্বাক্ষর করেছেন। জেলার প্রায় সাড়ে ৪০০ মানুষের স্বাক্ষর সংবলিত আবেদনপত্রটি জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, কুড়িগ্রাম শহরের ধরলা ব্রিজের পূর্বপ্রান্তে ধরলার তীরে সওজ-এর আওতাধীন ১৬ একর সরকারি জমিতে ‘ডিসি পার্ক’ নির্মাণের উদ্যোগ নিয়েছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। পার্ক তৈরির উদ্যোগকে সাধুবাদ জানালেও এর নাম নিয়ে প্রশ্ন তুলেছে জেলাবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র সমালোচনা।
স্থানীয়দের দাবি, ধরলা তীরে প্রস্তাবিত পার্কের নাম ‘ধরলা পার্ক’ কিংবা ‘ ধরলা উদ্যান’ রাখা হোক। কুড়িগ্রামের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে এমন নাম রাখলে তা কুড়িগ্রামের পরিচিতি বাড়াতে সহায়ক হবে বলে মত স্থানীয়দের।