Swadhin News Logo
শনিবার , ৭ ডিসেম্বর ২০২৪ | ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বই থেকে
  14. বিজনেস
  15. বিনোদন

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত

প্রতিবেদক
Nirob
ডিসেম্বর ৭, ২০২৪ ৪:৫৪ অপরাহ্ণ
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত

ইকুয়েডরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার দক্ষিণ ইকুয়েডরে ওই দুর্ঘটনা ঘটেছে। এতে আরও ৮ জন আহত হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জরুরি সেবা এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত এবং আরও আটজন আহত হয়েছে। পেরুর সীমান্তবর্তী ইকুয়েডরের লোজা প্রদেশে একটি যাত্রীবাহী বাস এবং অন্য একটি গাড়ির মধ্যে সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটেছে।

দমকল বাহিনী, পুলিশ এবং গণস্বাস্থ্য মন্ত্রণালয়ের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয় এবং বাসটি উল্টে যায়।

ইকুয়েডরে মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে একটি হচ্ছে সড়ক দুর্ঘটনা। দেশটিতে প্রতি বছরই সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে।

সর্বশেষ - চাকরি

error: Content is protected !!