সপ্তাহ জুড়ে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানি অব্যাহত থাকায় রাঙামাটির কাপ্তাই লেকে পানি উচ্চতা বিপদসীমায় পৌঁছেছে।
রবিবার (৩ আগস্ট) সন্ধ্যায় কাপ্তাই লেকের পানির লেভেল ১০৭ ফুট মীনস সি লেভেল। হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ মীনস সি লেভেল হলেও বাঁধের বয়সের কারণে ১০৭-এর বেশি হলে এটিকে বিপদসীমা ধরা হয়।
কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসানের সই করা এক বিজ্ঞপ্তির এ তথ্য জানানো হয়। হ্রদের পানি বিপদসীমায় পৌঁছেছে। সোমবার (৪ আগস্ট) বিকাল ৩টায় কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে। এতে প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলি নদীতে নিষ্কাশন করা হবে।
একই সঙ্গে কেন্দ্রের ৫টি ইউনিট থেকে সর্বমোট ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এর বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে প্রতি সেকেন্ড আরও ৩০ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলি নদীতে নিষ্কাশন হচ্ছে।
কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান আরও জানান, রাতে যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে সকালে এই ধারা অব্যাহত না থাকলে পানি সোমবার ছাড়া হবে না।
তিনি আরও জানান, বর্তমানে লেকের ইনফ্লো ও বৃষ্টিপাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইনফ্লো বেশি হলে অর্থাৎ পানির লেভেল অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেলে স্পিল ওয়ের (জলকপাট) গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।