Swadhin News Logo
সোমবার , ৪ আগস্ট ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার: ১৪ ভারতীয় জেলে কারাগারে

প্রতিবেদক
Nirob
আগস্ট ৪, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ণ
বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার: ১৪ ভারতীয় জেলে কারাগারে

মোংলায় আটক হওয়া ১৪ ভারতীয় জেলেকে বাগেরহাটের কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে বাগেরহাট আমলি আদালত-০৬ তাদের জেলহাজতে প্রেরণ করেন।

এসব জেলেরা হলেন- বিশ্বনাথ দাশ (৪১), অনিবেশ দাশ (২৯), গোবিন্দ দাশ (৫০), মোহন কৃষ্ণ (৪৩), আশন্ত দে (৪৫), মানিক জানা (২৯), রাম দুলাল দাশ (৫২), শংকর দাশ (৩৭), রাজিব দাশ (৩৬), লিটন দাশ (৩৫), অভিরাম দাশ (২৬), বাদল রাজপুত্র (৫২), স্বদেশ চন্দ্র দাশ (৪৮) ও নকুল দাশ (৫৮)। এদের সবার বাড়ি ভারতের চব্বিশ পরগনা ও পূর্ব বর্ধমান জেলায় বলে জানিয়েছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।

তিনি বলেন, ‘শনিবার (২ আগস্ট) রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়াসংলগ্ন গভীর সাগর থেকে এফবি পারমিতা নামক ভারতীয় ফিশিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করে নৌবাহিনী। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে তাদের আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘পরে রবিবার দিবাগত রাত ৩টার দিকে নৌবাহিনী একটি ভারতীয় ট্রলারসহ ১৪ জেলেকে থানায় হস্তান্তর করে। এরপর ওই রাতেই নৌবাহিনী বাদী হয়ে ভারতীয় এ জেলেদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে।’ সামুদ্রিক মৎস্য আহরণ আইন, ২০২০-এর ২৫/১ ধারায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, গত ১৪ জুলাই বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে দুটি ভারতীয় ট্রলারসহ আরও ৩৪ জেলেকে একই ঘটনায় আটক করে নৌবাহিনী।

সর্বশেষ - আন্তর্জাতিক