Swadhin News Logo
সোমবার , ৪ আগস্ট ২০২৫ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

গ্রেফতারের পর হাতকড়াসহ পালালো আ.লীগ নেতা

প্রতিবেদক
Nirob
আগস্ট ৪, ২০২৫ ৪:২৭ অপরাহ্ণ
গ্রেফতারের পর হাতকড়াসহ পালালো আ.লীগ নেতা

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ‘নাইন মার্ডার’ নামে পরিচিত আলোচিত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদকে গ্রেফতারের পর হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাতাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তিনি বাড়ির সামনের হাওরে নৌকা থেকে লাফিয়ে পালিয়ে যান। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আব্দুল মজিদ বাতাকান্দি গ্রামের বাসিন্দা এবং কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি জুলাই আন্দোলনের সময় সংঘটিত ‘নাইন মার্ডার’ মামলার এজাহারভুক্ত আসামি।

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে বানিয়াচং থানার ওসি গোলাম মোস্তাফার নেতৃত্বে পুলিশের একটি দল বাতাকান্দি গ্রামে অভিযান চালিয়ে আব্দুল মজিদকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।’

তিনি আরও জানান, গ্রেফতারের পর তাকে থানায় আনার জন্য পুলিশ সদস্যরা নৌকাযোগে রওনা দিলে বাড়ির সামনের হাওরে হাতকড়া পরা অবস্থায় মজিদ নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যান। পুলিশ সদস্যরা সঙ্গে সঙ্গে ধাওয়া দিলেও তাকে আটক করা সম্ভব হয়নি। পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে।

সর্বশেষ - চাকরি