চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত এলাকায় শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া স্থাপনের জেরে সম্প্রতি বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করে। সে সময় সীমান্তে বিজিবির সঙ্গে হাতে হাঁসুয়া নিয়ে বাঙ্কারে অবস্থান নেওয়া এক কৃষকের ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।
গত বুধবার (৮ জানুয়ারি) রাত থেকে ওই কৃষককে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে অনেক আলোচনা। দেশ প্রেমের উৎকৃষ্ট উদাহরণ হিসেবে তার ছবিটি শেয়ার করছেন অনেকেই। বিএসএফের রক্তচক্ষু উপেক্ষা করে হাঁসুয়া হাতে ওই ব্যক্তির অবস্থান ঠিক যেন বাঁশের কেল্লার তিতুমীরের মতোই বলছেন অনেকেই।
বিজিবি-বিএসফের উত্তেজনার সময় মাটির বাঙ্কারে হাঁসুয়া হাতে অবস্থান নেওয়া বাংলাদেশি কৃষকের নাম বাবুল হোসেন। তিনি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের বাসিন্দা।