চলতি বছরের শুরুতে ইসরায়েলি সেনাবাহিনী দখলকৃত পশ্চিম তীরের উত্তরের কয়েকটি শরণার্থী শিবিরে মাসব্যাপী তীব্র অভিযান চালায়, যার ফলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয় এবং ডজনেরও বেশি মানুষ নিহত হন।
এই অভিযানের ‘নিরাপত্তা অভিযান সফল হয়েছে দাবি করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) জানিয়েছেন যে ইসরায়েলি সেনাবাহিনী চলতি বছরের শেষ পর্যন্ত জেনিন, তুলকারেম ও নূর শামস শরণার্থী শিবিরে সক্রিয় থাকবে।
তিনি এক্সে পোস্ট করে লিখেছেন, ‘ইসরায়েলি সেনাবাহিনী বর্তমানে আমার নির্দেশে শিবিরগুলোর ভেতরে অবস্থান করছে এবং বছরের শেষ পর্যন্ত তা অব্যাহত থাকবে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে এখন ৬১ হাজার ৪শ’ ৩০ জন। এই পরিসংখ্যান গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যের ভিত্তিতে দেয়া হয়েছে। বাস্তবে হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে।
সূত্র: আল জাজিরা।
/এআই