গাইবান্ধা করেসপনডেন্ট:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত অবস্থায় হঠাৎ চাকা খুলে গিয়ে একটি যাত্রীবাহী অটোরিকশা নিয়ন্ত্রণ হারায়। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের খলসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ গ্রামের মোকছেদ মিয়ার ছেলে ১৯ দিন বয়সী শিশু রাফি, পিয়ারাপুর গ্রামের মৃত সিরাজ মন্ডলের ছেলে জাহিদুল ইসলাম (৫৫) এবং চাপড়াপাড়া গ্রামের আব্দুল গণির ছেলে নুরুন্নবী সরকার (৫০)। এ ঘটনায় শিশুর মা-বাবা ও চালকসহ ৭ জন গুরুতর আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে শিশুসহ ১০ জন যাত্রী নিয়ে অটোরিকশাটি গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে হঠাৎ অটোরিকশাটির চাকা খুলে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। তখনই পিছন থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিশু রাফি ও জাহিদুল ইসলাম মারা যান।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, অটোরিকশার চাকাটি খুলে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুইজন মারা যান। পরে নুরুন্নবী নামে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
/আরএইচ