Swadhin News Logo
বৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

নেত্রকোণায় ভবন ভাঙার সময় ছাদ ধসে ৩ শ্রমিক নিহত

প্রতিবেদক
Nirob
আগস্ট ১৪, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ
নেত্রকোণায় ভবন ভাঙার সময় ছাদ ধসে ৩ শ্রমিক নিহত

নেত্রকোণা জেলা সেচ কার্যালয়ের একটি পুরাতন ভবন ভাঙার সময় ছাদ ধসে তিনজন শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে নাগড়া এলাকার ওই কার্যালয়ের পুরাতন একটি ভবন ভাঙার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়ে ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন, জেলার আটপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুস সালাম (৪০), সদর উপজেলার হাটখলা গ্রামের আব্দুল হান্নান (৪২) ও পলাশ হাটি গ্রামের দিপু মিয়া (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার নয়জন শ্রমিক একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি-সেচ) একটি পরিত্যক্ত ভবন ভাঙার কাজ করছিল। বিকেল পৌনে পাঁচটার দিকে ভাঙার সময় হঠাৎ ভবনের গ্যারেজের অংশের ছাদটি ধসে পড়ে। এ সময় পাঁচ শ্রমিক ছাদের নিচে চাপা পড়ে। পরে খবর পেয়ে দমকল বাহিনী ও স্থানীয়রা উদ্ধারকাজ চালায়।

এদিকে, স্থানীয়রা জানান, ভবন ভাঙায় নিয়োজিত শ্রমিকদেও কারও কোনো সুরক্ষা সামগ্রী ছিল না।

নেত্রকোনা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আজিজুর রহমান বলেন, আমরা তিনজনকে মৃত এবং দুইজনকে আহত অবস্থায় পেয়েছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। তাদের স্বজনদের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অতিরিক্তি জেলা প্রশাসক মো. রাফকুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন বলেন, ঘটনার তদন্তের একটি কমিটি গঠন করা হবে। নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।

/আরএইচ

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত