Swadhin News Logo
শুক্রবার , ১৫ আগস্ট ২০২৫ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. আন্তর্জাতিক
  3. কৃষি ও প্রকৃতি
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জোকস
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বই থেকে
  15. বিচিত্র নিউজ

জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রদলের কাউন্সিলকে ঘিরে সংঘর্ষ, পুলিশসহ আহত ৭

প্রতিবেদক
Nirob
আগস্ট ১৫, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ
জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রদলের কাউন্সিলকে ঘিরে সংঘর্ষ, পুলিশসহ আহত ৭

জয়পুরহাট করেসপনডেন্ট:

জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন পুলিশ সদস্যসহ ৭ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ছাত্রদল নেতা তামিম (২২), আরিফুল ইসলাম (২৫), শাহরিয়ার কবির (২৩), রাফি (২৬), সোয়ায়েব হোসেন (২৪), সোহান কবির (২৮) ও পুলিশের উপ-পরিদর্শক আরিফুল ইসলাম (৪৫)। তারা সবাই বর্তমানে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেনের নেতৃত্বে কলেজ ছাত্রদলের একটি পক্ষ শুক্রবার সকাল থেকে কলেজে অবস্থান নেয়। এ সময় তারা কাউন্সিলের প্রতিবাদে নানা রকম স্লোগান দিতে থাকেন। এর ফলে বিকেল ৩টায় কাউন্সিল করতে পারেনি কেন্দ্রীয় নেতারা। একপর্যায়ে কলেজ এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।

তারা আরও জানান, বিকেল সাড়ে ৪টার দিকে কলেজ ছাত্রদলের নেতা হাবিবুর রহমানের নেতৃত্বে অপর একটি মিছিল নিয়ে কলেজ ফটকের দিকে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এতে কয়েকজন আহত হয়।

জয়পুরহাট সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) নাজমুল কাদের বলেন, ছাত্রদলের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় একজন পুলিশ আহত হয়েছেন। এছাড়া ছাত্রদলের কয়েকজন আহত হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক