মেহেরপুরের মুজিবনগর উপজেলায় অভিযান চালিয়ে ৫১ হাজার মার্কিন ডলারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে সীমান্তবর্তী ফাশিতলা নামক স্থানে এই অভিযান চালানো হয়।
আটক ব্যক্তির নাম জাহাঙ্গীর শেখ (৪০)। তার কাছ থেকে একটি বাইসাইকেল ও একটি বাটন মোবাইলও ফোন জব্দ কএ বিজিবি। উদ্ধার হওয়া ডলার ও অন্যান্য সামগ্রীর আনুমানিক বাজার মূল্য ৬২ লাখ ১ হাজার ৫৪০ টাকা।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) লেফট্যানেন্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ইউএস ডলার পাচার হবে এমন খবরের ভিত্তিতে ফাশিতলা এলাকায় অবস্থান নেয় বিজিবি। পরে দুপুরের দিকে বাইসাইকেলে করে ঘাসের বস্তা নিয়ে আসা এক ব্যক্তিকে সন্দেহ হয়। এ সময় তাকে থামার সংকেত দিলে সে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে টহল দল তাকে ধাওয়া করে আটক করে। পরে তার সঙ্গে থাকা বস্তায় তল্লাশী চালিয়ে স্কচটেপ মোড়ানো অবস্থায় ৫১ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, ডলারগুলো সীমান্ত পেরিয়ে ভারতে পাচারের করার উদ্দেশ্য ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। এ ঘটনায় নায়েব সুবেদার মো. হারুন অর রশিদ বাদী হয়ে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃত ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া ডলার আদালতের নির্দেশে মেহেরপুর ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম চলছে।
/আরএইচ