Swadhin News Logo
শনিবার , ২৪ আগস্ট ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বিজনেস
  14. বিনোদন
  15. ভ্রমণ

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন অনুদান করেছেন রিয়েল ক্যাপিটা গ্রুপের কর্মীরা

প্রতিবেদক
Nirob
আগস্ট ২৪, ২০২৪ ৬:৪৮ অপরাহ্ণ
বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন অনুদান করেছেন রিয়েল ক্যাপিটা গ্রুপের কর্মীরা

আকস্মিক বন্যায় ফেনীসহ ১২ জেলার অনেক এলাকা এখনো যোগাযোগবিচ্ছিন্ন। কয়েকটি জেলায় পানি কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। কুমিল্লার গোমতীর বাঁধ ভেঙে বুড়িচং উপজেলার অন্তত ৩৫টি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

সবচেয়ে খারাপ অবস্থা ফেনী জেলার। শহরের সঙ্গে ছয় উপজেলাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ ও মুঠোফোন নেটওয়ার্ক না থাকায় জেলার কয়েকটি গ্রামের মানুষের অবস্থার খবর পাওয়া যাচ্ছে না।

উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও কয়েক দিনের প্রবল বর্ষণে সরকারি হিসাবে দেশের ১১টি জেলা বন্যাকবলিত। এগুলো হলো ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এর বাইরে বন্যাকবলিত রাঙামাটি জেলায় পানি কমতে শুরু করেছে। এসব জেলায় প্রায় ৯ লাখ পরিবার পানিবন্দী। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। বন্যায় তিন দিনে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

অনেকেই ত্রাণ নিয়ে যাচ্ছেন বন্যার্ত এলাকাগুলোতে । তেমনি পাশে এগিয়ে এসেছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট সেবাদানকারী প্রতিষ্ঠান রিয়েল ক্যাপিটা গ্রুপ। শুক্রবার (২৩ আগস্ট) সকালে রিয়েল ক্যাপিটা গ্রুপের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেওয়া হয়,এতে বলা হয়েছে, সারাদেশে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে “রিয়েল ক্যাপিটা গ্রুপ” এর সকল কর্মী তাদের একদিনের বেতন অনুদান করেছেন।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!