
রংপুর ব্যুরো:
রংপুরে ক্রীড়াঙ্গনের দীর্ঘ ১৩ বছরের বন্ধ্যাত্ব ঘোচালো ‘৩৬ জুলাই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’। বুধবার (২০ আগস্ট) লক্ষাধিক দর্শকের উপস্থিতিতে আসরের ফাইনালে উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়ে রংপুর স্টেডিয়াম। দাবি ওঠে রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এবং আন্তর্জাতিক খেলার আয়োজনের। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াও ঘোষণা করেন খুব শিগগিরই রংপুরে বিভাগীয় স্টেডিয়াম নির্মানের কাজ শুরু হবে।
এদিন গ্যালারিতে গ্যালারিতে আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণ, বিপিএল আয়োজনসহ নানা দাবির প্লাকার্ড বহন করতে দেখা যায় দর্শকদের। দাবির পক্ষে ওঠে মুহুর্মুহ স্লোগান।
ক্রীড়া উপদেষ্টা তার বক্তব্যে বলেন, তরুণদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। মাদক থেকে দূরে থাকতে হবে। এখানে (রংপুরে) আন্ত:উপজেলা পর্যায়ে যে টুর্নামেন্ট আয়োজন হয়েছে, এ ধরনের টুর্নামেন্ট জেলায় চলমান থাকলে বাকি জেলা ক্রীড়া সংস্থা, স্থানীয় প্রশাসন আপনাদের কাছ থেকে শিক্ষা নেবে এবং এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করবে। যাতে করে আমাদের প্রান্তিক পর্যায়ে করে ভালো ভালো খেলোয়াড়রা উঠে আসে।
তিনি আরও বলেন, রংপুরেও আমরা আন্তর্জাতিক মানের খেলা শুরু করতে চাই। সেজন্য আমরা খুব দ্রুত সময়ের মধ্যে রংপুরে বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু করবো। আসিফ বলেন, পাঁচটা জোনে বিসিবি কাজ করবে। রিজিওনাল ক্রিকেট প্রমোট করছি। একই সাথে আঞ্চলিক ফুটবল নিয়ে সামনের দিনে কাজ করবো। আগামী বছর থেকে রাজশাহী স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ— বিপিএল খেলা অনুষ্ঠিত হবে। একই সাথে খুলনা স্টেডিয়ামে বিপিএলের আয়োজন করার উদ্যোগ নেয়া হয়েছে।
উল্লেখ্য, ১৩ বছর আগে সবশেষ ন্যাশনাল লিগ ক্রিকেটের পর আর কোন বড় আয়োজন রংপুরের মাঠে গড়ায় নি। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল জানান, আমরা শুরু করলাম। এই ধারাবহিকতা যদি চলমান থাকে, তাহলে বিভাগীয় শহরে ক্রীড়াঙ্গনে যে দীর্ঘ বন্ধ্যাত্ব ছিল সেটি দূর হবে।
/এমএইচআর

















