ময়মনসিংহের ফুলবাড়িয়ার ঐতিহ্যবাহী লাল চিনি ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পেয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) ফুলবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বছরের ১১ জুলাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাল চিনির জিআই স্বীকৃতি প্রাপ্তির জন্য আবেদন করা হয়। অন্য কোনো পক্ষের দাবি না থাকায় সব প্রক্রিয়া শেষে আমরা স্বীকৃতি পেয়েছি। সনদের জন্য মঙ্গলবার সরকার নির্ধারিত ফি জমা দেয় উপজেলা প্রশাসন।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, উপজেলার বাকতা, কালাদহ ও রাধাকানাই ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের কৃষকেরা আখ উৎপাদন ও লাল চিনি তৈরির কাজ করেন। উপজেলায় প্রতিবছর শতকোটি টাকার লাল চিনি বিক্রি হয়।
/এমএইচ