
প্রতীকী ছবি
ষ্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:
পটুয়াখালীতে নিখোজের ৪ দিন পর মো. সোহেল প্যাদা (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গলাচিপা উপজেলার পাঙ্গাসিয়া খালের কচুরিপানার মধ্যে থেকে সোহেলের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবার দিলে ঘটনাস্থলে পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়রা জানায়, গত ২৬ আগস্ট বিকেলে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সোহেল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। লাশ উদ্ধারকালে খালের এক পাশের শুকনো জায়গায় তার মাছ ধরার উপকরণও পাওয়া গেছে। সোহেল পেশায় দিনমজুর হলেও প্রায়ই সময় খালে মাছ শিকার করতো।
সোহেলের স্ত্রী রুবিনা বলেন, মঙ্গলবার দুপুরে আমি বাবার বাড়ি বেড়াতে যাই। তখন স্বামী সোহেল বাড়িতে একা ছিল। পরের দিন বুধবার সকালে আমি বাড়ি ফিরে এসে স্বামীকে আর খুঁজে পাইনি। তিনি অভিযোগ করেন, সোমবার (২৫ আগস্ট) রাতে মাছ চুরি সন্দেহে স্থানীয় মামুন মাতবর তার স্বামী সোহেলকে মারধর করে আহত করে। এ বিষয়টি তার কাছে সন্দেহজনক বলে মনে হয়েছে।
গলাচিপা থানার ওসি মো. আশাদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরাতহাল রিপোর্ট করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
/এএস

















