
সিনিয়র করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় পানি সেচার বৈদ্যুতিক পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ফতুল্লার শেহারচর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শেহারচর এলাকার আমির আলীর স্ত্রী রোকসানা পারভীন (৫০) ও তার কন্যা লামিয়া আক্তার (২৪)।
নিহত লামিয়া নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, নিচু এলাকা হওয়ায় বৃষ্টি হলে আমির আলীর বাড়িতে পানি জমে যায়। সেই পানি সরানোর জন্য বাড়ির পেছনে একটি বৈদ্যুতিক পাম্প স্থাপন করা হয়েছিল। শনিবার সন্ধ্যায় বাসায় ফিরে মা ও মেয়েকে বাড়ির পেছনে পড়ে থাকতে দেখেন আমির আলী। পরে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পাম্পের লাইনে বিদ্যুতায়িত হয়ে তাদের মৃত্যু হয়েছে ধারণা পরিবারের সদস্যদের।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, নিহতদের পরিবারের লোকজন হাসপাতালে রয়েছেন। তাদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
/আরএইচ

















