সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
নাটোরে নবীর আলী নামে পঞ্চান্ন বছর বয়সী একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) রাতে সদর উপজেলার নেপালদীঘি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত নবীর রাজশাহীর জেলার বাঘা উপজেলার বাসিন্দা। তিনি নাটোর সদরের ইসলাবাড়ী গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করতেন।
স্থানীয়রা জানান, শনিবার রাতে নেপালদীঘি গ্রামের মাদ্রাসা মাঠে নবীর আলীর গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করে এলাকাবাসী। পরে চোর সন্দেহে স্থানীয়রা মারধর করলে ঘটনাস্থলেই নবীর আলী মারা যায়।
সদর থানার ওসি মাহাবুুব রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কারা কারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে।
/এমএইচআর