খাগড়াছড়ি করেসপনডেন্ট:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার গোপালঘাটিয়া ও নোয়াহাটে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জামাদিসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। আজ রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোনের খিরাম আর্মি ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়।
সেনাবাহিনী সূত্রে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নোয়াহাট এলাকায় প্রথমে অভিযান চালানো হয়। এ সময়, সেনা টহল দল একটি বাড়ি তল্লাশি করে প্রায় ৩০টির মতো ধরালো ছুরি, চাপাতি, কুড়াল এবং দা উদ্ধার করে।
পরবর্তীতে, দ্বিতীয় অভিযান চালানো হয় উপজেলার গোপালঘাটিয়ায়। সেখানে সেনা সদস্যরা বখতেয়ার উদ্দীন মঞ্জু নামে একজন সশস্ত্র ব্যক্তিকে আটক করেন। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, পয়েন্ট টু টু ক্যালিবার অ্যামুনিশন ১৯৯ রাউন্ড, ১৩ টি মোবাইল, দুইটি পাসপোর্টসহ সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরে আটককৃতকে নিকটস্থ থানায় হস্তান্তর করার কথা জানিয়েছে সেনাবাহিনী।
খাগড়াছড়ির লক্ষীছড়ি সেনা জোনের অধিনায়ক বলেন, শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে ও সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
/এএইচএম