Swadhin News Logo
রবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. আন্তর্জাতিক
  3. কৃষি ও প্রকৃতি
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জোকস
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বই থেকে
  15. বিচিত্র নিউজ

বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় আগামী নির্বাচন সম্পন্ন করা হবে: আদিলুর রহমান

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ
বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় আগামী নির্বাচন সম্পন্ন করা হবে: আদিলুর রহমান

আদিলুর রহমান খান। (ফাইল ছবি)

সিনিয়র করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ:

আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান। এ সময়, বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় আগামী নির্বাচন সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আনন্দ শিপ ইয়ার্ড নির্মিত জাহাজ তুরস্কের কাছে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যে কাজ শুরু করেছে, নির্বাচিত সরকার সেটি বাস্তবায়ন করবে। গণঅভ্যুত্থান ও বিপ্লবের পর জনগণের ফলশ্রুতিতে যে কাজগুলো করা দরকার অন্তর্বর্তী সরকার সেগুলো শুরু করেছে। এর মধ্যে অনেকগুলো কাজ আমরা সম্পন্ন করতে পেরেছি। বিভিন্ন বাধা অতিক্রম করে আমরা আজ জনগণের শক্তিতে বলিয়ান হয়ে এগিয়ে যাচ্ছি।

জাহাজ নির্মাণ শিল্প সম্পর্কে তিনি বলেন, আমরা একটা ঢেউয়ের মধ্যে দাঁড়িয়ে আছি। কখনো উপরের দিকে ওঠে আবার কখনো নিচের দিকে নেমে যায়। আমি বিশ্বাস করি এই শিল্প আগামীতে আরো শক্তিশালী হয়ে দেশের অর্থনীতিকে মজবুত করবে।

উল্লেখ্য, রফতানিকৃত জাহাজটি ৫৫০০ টন ক্ষমতাসম্পন্ন। এটি ৩৪১ ফুট দীর্ঘ, ৫৫ ফুট প্রশস্ত এবং ২৫ ফুট গভীর। ২৭৩৫ হর্স পাওয়ার ক্ষমতাসম্পন্ন ইঞ্জিনের জাহাজটি ঘন্টায় গতিবেগ ১২ নটিক্যাল মাইল গতিতে যেতে পারে। জাহাজটি স্টিল, কয়লা, সার, খাদ্যশস্যসহ বিভিন্ন বিপজ্জনক মালামাল বহনে সক্ষম।

আনন্দ শিপইয়ার্ড ইতোমধ্যে ৩৫০টির বেশি জাহাজ বিদেশে রফতানি করেছে। ডেনমার্ক, জার্মানি, মোজাম্বিক, নরওয়ে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে এসব জাহাজ রফতানি করা হয়। বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম ক্ষেত্র হিসেবে গড়ে উঠেছে এই জাহাজ নির্মাণ কারখানাটি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনন্দ শিপইয়ার্ড এর চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল্লাহেল বারী, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুজ্জামান,  বুয়েটের প্রকৌশল বিভাগের শিক্ষক মীর তারিফুজ্জামান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারীসহ আরও অনেকে।

/এএইচএম

সর্বশেষ - আন্তর্জাতিক