বাগেরহাট প্রতিনিধি:
সুন্দরবনে নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর পর্যটক মাহিত আব্দুল্লাহর (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রে ডিমের চরের দক্ষিণ পাশে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে, শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কচিখালী ডিমের চর সংলগ্ন নদীতে গোসল করার সময় নিখোঁজ হন তিনি। পরে কোস্ট গার্ডের ডুবুরি দল ও বন বিভাগের সদস্যরা তল্লাশি অভিযান শুরু করেন।
নিহত মাহিত আব্দুল্লাহ ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার শেখ সুলতান মাহমুদ আসাদের ছেলে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শেষ হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করীম চৌধুরী বলেন, নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
/এএম