Swadhin News Logo
মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

রংপুরে সাংবাদিক হেনস্থার মামলায় গ্রেফতার ১

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১০:৪৯ পূর্বাহ্ণ
রংপুরে সাংবাদিক হেনস্থার মামলায় গ্রেফতার ১

রংপুর ব্যুরো:

সংবাদ প্রকাশের জেরে রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকুত আলী বাদলকে অপহরণ করে নিয়ে সিটি করপোরেশনে মারধর, প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা ও মব তৈরি করে সাংবাদিকদের হেনস্থার মামলায় রতন মিয়া (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত দশটায় রংপুর মহানগরীর শাপলা চত্বর হাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নগরীর পূর্ব অভিরাম ডাক্তার পাড়ার সাইফুল ইসলামের পুত্র তিনি।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানাম, রোববার (২১ সেপ্টেম্বর) নগরীর কাচারী বাজার এলাকা থেকে একুশে টেলিভিশন এবং দৈনিক সংবাদ এর জ্যেষ্ঠ  প্রতিবেদক লিয়াকত আলী বাদলকে কথিত জুলাই যোদ্ধার পরিচয়েে একদল যুবক ধরে নিয়ে গিয়ে সিটি কর্পোরেশনের ভেতরে বেধড়ক মারপিট করে। এ সময় তার পরিবেশিত  নিউজ ভুল হয়েছে মর্মে প্রধান নির্বাহীর কাছে ক্ষমা চাইতে বাধ্য করার জন্য তার রুমের কাছে নিয়ে আটকে রাখে। পরে সাংবাদিকরা গিয়ে তাকে উদ্ধার করার করে।

পরবর্তীতে, সিটি কর্পোরেশনের নতুন ভবনের সামনে সাংবাদিকরা অবস্থান ধর্মঘট করে। তবে চলে যাওয়ার সময় আবারও সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা মব তৈরি করে সাংবাদিকদের আটকে রাখে এবং হেনস্তা করে।

এ ঘটনায় লিয়াকত আলী বাদল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা, ট্রেড লাইসেন্স শাখার প্রধান মিজানুর রহমান মিজু, সাবেক কাউন্সিলর লিটন পারভেজসহ ১৪ জনের নামে মামলা দায়ের করেন। ওই মামলার পাঁচ নম্বর আসামি তিনি।

প্রসঙ্গত, গত ১৭ই সেপ্টেম্বর লিয়াকত আলী বাদল দৈনিক সংবাদের ‘রংপুরে জুলাই যোদ্ধার নামে অটোর লাইসেন্স, পাঁচ কোটি টাকার বাণিজ্যের পাঁয়তারা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। ওই সংবাদে জেরে তাকে অপহরণ করে নিয়ে গিয়ে এই ঘটনা ঘটানো হয়। এ ঘটনায় প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে রংপুর। বিভাগ জুড়ে পালিত হচ্ছে বিভিন্ন ধরনের কর্মসূচি।

/এএইচএম

সর্বশেষ - আন্তর্জাতিক