স্টাফ করেসপনডেন্ট, নেত্রকোনা:
গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে নিহত ফায়ার সার্ভিস কর্মী শামীম আহমেদ চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মারা যান। তার মৃত্যুর খবরে গ্রামের বাড়ি নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর-পিজাহাটিতে চলছে শোকের মাতম। তার মৃত্যু কোন ভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা।
এর আগে, গতকাল টঙ্গী সাহারা মার্কেটের কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সমন্বয়ে উদ্ধার অভিযানে অংশ নেয়। এ সময় ফায়ার সার্ভিসের চার কর্মী দগ্ধ হন। তাদের মধ্যে শতভাগ দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ বেলা ৩ টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নেত্রকোণা ফায়ার সার্ভিসের ডিএডি হাফিজুর রহমান বলেন, শামীম আহমেদের মরদেহ এখনও হাসপাতালেই রয়েছে। সেখান থেকে ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারে নেয়া হবে। সেখানে জানাজা শেষে গ্রামের বাড়ি কেন্দুয়ায় আনা হবে।
উল্লেখ্য, শামীম আহমেদ চাকুরীতে যোগদান করেন ২০০৪ সালের ১৬ আগস্ট। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ৩ জন সন্তান রেখে গেছেন।
/এএইচএম