Swadhin News Logo
বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ফায়ার ফাইটার নুরুল হুদাকে পারিবারিক কবরস্থানে দাফন

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১:০৯ অপরাহ্ণ
ফায়ার ফাইটার নুরুল হুদাকে পারিবারিক কবরস্থানে দাফন

গাজীপুরে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃত্যুবরণকারী ফায়ার ফাইটার নুরুল হুদাকে ময়মনসিংহের গফরগাঁওয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিজ গ্রাম ধামাইলে তার জানাজা হয়। এতে অংশ নেন ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ। এর আগে, তার সম্মানে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর পূর্ণ মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।

অপরদিকে, সকাল থেকেই আত্মীয়স্বজন, প্রতিবেশী ও আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ জানাজায় অংশ নিতে আসেন। এ সময়, স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ। শোকে বিমূঢ় ছিলেন নুরুল হুদার অন্তঃসত্ত্বা স্ত্রী। তার আগে, গতকাল রাত ১২টায় নুরুল হুদার মরদেহবাহী গাড়ি পৌঁছায় গ্রামের বাড়িতে।

উল্লেখ্য, গত সোমবার গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন ফায়ার ফাইটার নুরুল হুদা। জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মৃত্যু হয় তার। সেই দুর্ঘটনায় এখনও চিকিৎসাধীন রয়েছেন ৩ ফায়ার সার্ভিস কর্মীসহ চারজন।

/এএইচএম

সর্বশেষ - আন্তর্জাতিক