Swadhin News Logo
বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

শেরপুর সীমান্তে পিকআপসহ মাদক ও ভারতীয় পণ্য আটক

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১:৫৮ অপরাহ্ণ
শেরপুর সীমান্তে পিকআপসহ মাদক ও ভারতীয় পণ্য আটক

স্টাফ করেসপনডেন্ট, শেরপুর:

শেরপুর ও হালুয়াঘাট সীমান্তে রাতভর অভিযানে একটি পিকআপ ভ্যানসহ প্রায় ৪০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, শেরপুরের সীমান্তঘেষা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলাধীন সীমান্তবর্তী এলাকার নামছাপাড়া ও ডুমনিকুড়া এবং ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ দিয়ে চোরাকারবারিরা মদসহ বিভিন্ন ভারতীয় আমদানি নিষিদ্ধ মালামাল পাচারের চেষ্টাকালে পিকআপ ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করা হয়। এসব পণ্যের মধ্যে রয়েছে, ভারতীয় মদ ৩৮৮ বোতল, ওরিও বিস্কুট ২১৬০ প্যাকেট, ফুচকা ৮০ প্যাকেট, নেভিয়া সফট ক্রিম ২৮৩০ পিস, কম্বল ৮ পিস, জিলেট ব্লেড ১,২০,০০০ পিস। সেইসাথে, চোরাচালানে ব্যবহৃত ১টি পিকআপও আটক করা হয়। এ সময়, বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ও গাড়ি রেখে চোরাচালানকারিরা পালিয়ে যায়। 

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) আরও জানায়, সীমান্তে মাদক পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে। এ সময়, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

/এএইচএম

সর্বশেষ - আন্তর্জাতিক