বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, মানুষ পিআর পদ্ধতি কি; সেটি বোঝেনা। তারা ভোট দিবেন লালমনিরহাটে, এমপি হবে গাজীপুরে। এই পদ্ধতিতে এমপিদের কোন দায়বদ্ধতা থাকবে না।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জে আয়োজিত শামসুদ্দিন স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুলু বলেন, বর্তমানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বাধা হয়ে দাঁড়িয়েছে কেন কোন রাজনৈতিক দল। তারা জনগণকে বিভ্রান্ত করতে নতুন নতুন ছবক দিচ্ছে।
তিনি আরও বলেন, যারা এতদিন রাষ্ট্রক্ষমতায় ছিল তারা ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়েছে। যার কারণে বিগত সময়ে বড় পরিসরে খেলাধুলার আয়োজন হয়নি। এর ফলে বাংলার মানুষ সুষ্ঠু বিনোদন বঞ্চিত হয়েছে।
জেলা বিএনপির সহ সভাপতি রোকন উদ্দিন বাবুল এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ অন্যান্যরা।
/এমএইচআর