Swadhin News Logo
শুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫ | ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ফরিদপুরে স্পীডবোট ডুবে নারী নিহত

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ
ফরিদপুরে স্পীডবোট ডুবে নারী নিহত

ফরিদপুর করেসপনডেন্ট:

ফরিদপুরের চরভদ্রাসনে স্পীডবোট ডুবে দূর্গা রানী (৫৬) নামে এক নারী নিহত হয়েছে। এতে আহত হয়েছে শিশুসহ আরও আটজন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সার জন্য নেয়া হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে চরভদ্রাসনের গোপালপুর ঘাট থেকে দোহারের চরমৈনট ঘাটে যাওয়ার পথে ঘাটের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।

নিহত দূর্গা রানী উপজেলার গাজিরটেক ইউনেয়নের জয়দেব সরকারের ডাঙ্গী গ্রামের বাসিন্দা বিমল রায়ের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানায় চরভদ্রাসন গোপালপুর ঘাট হতে ঢাকার দোহার মৈনুট ঘাটের উদ্দেশ্যে ১৮ জন যাত্রী নিয়ে একটি স্পীডবোট ছেড়ে যায়।

স্পীডবোটটি মৈনুট ঘাটের কাছাকাছি যাওয়ার পূর্বে প্রচন্ড ঢেউয়ের তোরে তলা ফেটে গিয়ে ডুবে যায়। যাত্রীরা বোটটি ভাসমান অবস্থায় প্রায় এক ঘণ্টা ধরে রাখে। খবর পেয়ে অন্যান্য স্পীডবোড গিয়ে সকল যাত্রীদের উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন।

এদের মধ্যে দূর্গা রানীকে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক ডা. ননী গোপাল হালদার তাকে মৃত ঘোষণা করেন।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে এসে একজনকে মৃত অবস্থায় পাই। আহতদের সার্বিক খোঁজ নেওয়ার পাশাপাশি দুর্ঘটনার বিষয়টি নৌ পুলিশকে জানানো হয়েছে।

/এমএইচআর

সর্বশেষ - আন্তর্জাতিক