
লালমনিরহাট করেসপনডেন্ট:
লালমনিরহাটে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে এই চক্রের সক্রিয় সদস্যদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মকবুল হোসেন, মিলন মিয়া, রাকিব হোসেন, সোহেল, মাসুদ রানা, আল-আমিন, জাহিদ ইসলাম ও রহমতুল্লাহ। তারা লালমনিরহাট জেলার কালীগঞ্জ, হাতীবান্ধা ও রংপুর জেলার গংগাচড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, অভিযানের শুরুতে প্রথমে কালীগঞ্জ উপজেলার তেতুলতলা বাজার এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে চক্রের মূল হোতা মকবুল হোসেন ও সহযোগী মিলন মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি নম্বরবিহীন লাল-কালো রঙের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযানে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়। এ সময় বিভিন্ন স্থান থেকে আরও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, এই চক্র দীর্ঘদিন ধরে লালমনিরহাট ও আশপাশের জেলায় মোটরসাইকেল চুরি করে আসছিল এবং সেগুলো সীমান্তবর্তী এলাকায় বিক্রি করতো।
এ বিষয়ে লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদত হোসেন সুমা জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। চোর চক্রের সাথে জড়িত অন্যদের বিষয়েও তদন্ত চলমান রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
/এএইচএম

















