বগুড়া ব্যুরো:
বগুড়ায় মহাসড়কে মোটরসাইকেল রেসিং করতে গিয়ে দুই যুবকের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ সময় আরও দুজন গুরুতর আহত হন।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে বগুড়া সদর উপজেলার গোকুল খেলারঘর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন– শিবগঞ্জ উপজেলার রহবল এলাকার জিহাদ সরকার ও আবিদ হোসেন। দুজনের বয়স প্রায় ১৮ বছর। তারা বগুড়া শহরের একটি বেসরকারি কলেজে অধ্যয়নরত ছিলেন।
কুন্দারহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক স্থানীয়দের বরাতে জানান, রাত সাড়ে নয়টার দিকে ওই মহাসড়ক হয়ে জিহাদ সরকার ও আবিদ হোসেন নামের ওই দুই শিক্ষার্থী শিবগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় অপর দুটি মোটরসাইকেলে থাকা তাদের আরও চার বন্ধুর সাথে তারা বেপরোয়া গতিতে রেসিং করছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে জিহাদদের মোটরসাইকেলটির সঙ্গে ধাক্কা লাগে বন্ধুদের একটি মোটরসাইকেলের। এতে মোটরসাইকেল থেকে পড়ে সড়ক বিভাজকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই প্রাণ হারান জিহাদ ও আবিদ। এ সময় মহাসড়কে পড়ে গিয়ে আহত হয় অপর বাইকে থাকা নিহত দুজন।
নিহত দুজনের মরদেহ স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
/এএম