রাজবাড়ী করেসপনডেন্ট:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে ধরা পড়া ১১ কেজি ওজনের একটি ঢাই মাছ বিক্রি হয়েছে ৪৬ হাজার ২০০ টাকায়।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে খুলনার এক সিঙ্গাপুর প্রবাসী মাছটি ৪ হাজার ২০০ টাকা কেজি দরে কিনে নেন।
এর আগে, ভোররাতে দৌলতদিয়ার চরকর্ণেশনার পদ্মা নদী থেকে জেলে কবির হলদারের জালে মাছটি ধরা পরে। এরপর তিনি সেটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখের কাছে ৪ হাজার টাকা কেজি দরে মোট ৪৬ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন। এ সময় মাছটি দেখতে ভিড় জমান স্থানীয়রা।
শাজাহান শেখ বলেন, গত ১১ সেপ্টেম্বর ২২ কেজির একটি ঢাই মাছ ১ লক্ষ ৪ হাজার টাকায় কিনে বিক্রি করেছি। আজ আবার ১১ কেজির একটি ৪৪ হাজার টাকায় কিনে, মোবাইল ফোনে যোগাযোগ করে, কেজিতে ২০০ টাকা লাভে ৪৬ হাজার ২০০ টাকায় খুলনার এক সিঙ্গাপুর প্রবাসীর কাছে বিক্রি করে পাঠিয়ে দিয়েছি। ঢাই মাছ খুবই সুস্বাদু, যার কারণে দাম একটু বেশি বলেও জানান তিনি।
/এএইচএম