Swadhin News Logo
মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বাউফলে স্বেচ্ছাসেবক লীগ নেতার দখলে যাত্রীছাউনি

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৫:৫৫ অপরাহ্ণ
বাউফলে স্বেচ্ছাসেবক লীগ নেতার দখলে যাত্রীছাউনি

বাউফল করেসপনডেন্ট:

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর চৌরাস্তার সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগতভাবে ব্যবহার করছেন স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।

এলাকাবাসীর অভিযোগ, ইউনিয়নের ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি সদস্য মো. কাওছার দীর্ঘদিন ধরে ছাউনিটি যাত্রীদের জন্য ব্যবহার অনুপযোগী করে রেখেছেন।

স্থানীয় সূত্র জানায়, গত ২৫ সেপ্টেম্বর রাতে কাওছার যাত্রী ছাউনির ভেতরের বেঞ্চ খুলে উল্টোদিকে বসিয়ে দোকানের কাস্টমারদের ব্যবহারের উপযোগী করেন। সেইসাথে, যাত্রীদের জন্য নির্মিত ছাউনির টিন খুলে ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন বলেও অভিযোগ রয়েছে।

এর আগে, ২০১৬-১৭ অর্থবছরে স্থানীয় যাত্রীদের সুবিধার্থে যাত্রীছাউনিটি নির্মাণ করা হয়েছিল। তবে বর্তমানে এটি পুরোপুরি কাওছারের দখলে চলে গেছে। ফলে যাত্রীরা এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন।

অভিযুক্ত ইউপি সদস্য মো. কাওছার অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, যাত্রীছাউনিটি আমার ব্যক্তিগত জায়গায়। ইউএনও স্যারের সঙ্গে কথা বলে আমি ওই জায়গাতেই ঘুরিয়ে দিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

কেশবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাজাহান গাজী বলেন, যাত্রীছাউনি ভেঙে ঘুরিয়ে ব্যক্তিস্বার্থে ব্যবহার করার কোনো নিয়ম নেই। ইউএনও স্যার অনুমতি দিয়েছেন বলে আমার মনে হয় না।

/এএইচএম

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত