Swadhin News Logo
বুধবার , ১ অক্টোবর ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

পাবনায় যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

প্রতিবেদক
Nirob
অক্টোবর ১, ২০২৫ ২:০৬ অপরাহ্ণ
পাবনায় যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

পাবনা করেসপনডেন্ট:

পাবনার সাধুপাড়ায় রায়হান শেখ আকাশ নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে চর-সাধপাড়া ব্রিজের পাশে এই ঘটনা ঘটে। এ সময় নাইম হোসেন নামের আরও একজন আহত হন। আর সুভেল নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত রায়হান শেখ পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি দক্ষিণ চর-সাধপাড়া এলাকার সোহেল শেখ ছেলে।

স্থানীয়রা জানায়, সাধু পাড়ার এক গৃহবধূর সঙ্গে মিল্লাত নামের এক যুবকের পরকীয়া সম্পর্ক ছিল। সেই সম্পর্কের প্রমাণ ছিল নিহত আকাশ ও তার বন্ধু নাঈমের কাছে। মঙ্গলবার দিবাগত রাতে মিল্লাত ও তার সহযোগী সুভেলের সাথে পরকীয়ার বিষয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মিল্লাতের হাতে থাকা ছুরি দিয়ে তাদের কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, প্রাথমিক ভাবে জানা গেছে পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একজনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

/এএইচএম

সর্বশেষ - আন্তর্জাতিক