দেশের ৪৯টি মণ্ডপে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি ১৯ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
বুধবার (১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
র্যাব মহাপরিচালক বলেন, শারদীয় দুর্গোৎসবে সফলভাবে সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক চেষ্টা ছিল। সবাই সাচ্ছন্দ্যে যার যার ধর্ম পালন করবে। কেউ আইন ভঙ্গ করে বাঁধা দিতে চাইলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ সময় নারায়ণগঞ্জের পুলিশ সুপারসহ পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
/আরএইচ