
সাতক্ষীরা প্রতিনিধি:
উপকূলীয় অঞ্চলে সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। কখনও মাঝারি, কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন এসব অঞ্চলের মানুষ। শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে ভক্ত অনুসারীদের।
আবাহওয়া অধিদফতর বলছে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় অঞ্চলে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। আজ ও আগামীকাল (শুক্রবার) থেমে থেমে মাঝারি, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি ঘটবে।
আবহাওয়া অধিদফতরের ভাষ্য, সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর এবং ঘনীভূত হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে রূপ নিতে পারে। একইসঙ্গে উপকূলীয় এলাকা দিয়ে যেকোনো সময় ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
/এটিএম














