ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অতিরিক্ত মদ্যপানে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে অতিরিক্ত মদ্যপানের ফলে শ্রীনিবাস মালাকার ও সৌরভ দাস অসুস্থ হয়ে পড়ে। পরে সৌরভকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া, একই সময়ে নিজ বাড়িতে শ্রীনিবাস মারা যান।
পুলিশ আরও জানায়, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
/আরএইচ